Pharmacy এবং Assist, দুই শব্দের সমন্বয়ে তৈরি PharmAssist, একটা মোবাইল অ্যাপ যার দ্বারা একটা ফার্মেসি পরিচালনার জন্য যাবতীয় প্রয়োজনীয় কাজ খুব সহজে করা সম্ভব।
আপনি কি ফার্মেসির মালিক? আপনি কি মনে করেন?
  • হিসাব থাকলে ব্যবসা আরো ভালোভাবে করা সম্ভব হত
  • দোকানের সঠিক হিসাব রাখার জন্য অতিরিক্ত মানুষ ও অনেক বেশি সময়ের প্রয়োজন
  • হিসাব রাখার জন্য ব্যয়বহুল কম্পিউটার ও দক্ষ চালকের প্রয়োজন
  • সফটওয়ার কেনার জন্য মোটা টাকার প্রয়োজন
  • আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই আমাদের অ্যাপ দ্বারা করা সম্ভব। আপনি বা যে কেউ খুব সহজেই, মাত্র এক ঘণ্টা প্রশিক্ষণ ও অনুশীলন করে এই কাজ শুরু করতে পারবেন! প্রয়োজন শুধু আপনার বিশ্বাস ও ইচ্ছার।

    না, অনেক টাকা ব্যয় করে কিছু কিনতে হবে না। বিনা খরচে, ব্যবহার করে এর প্রয়োজনীয়তা বোঝার জন্য ১৫ দিন সময় পাবেন। পছন্দ হলে, দৈনিক পনের টাকা খরচে* ব্যবহার করতে পারবেন। শুরু করার আগেই এককালীন কোনো মোটা অঙ্ক দেবার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।।
    অতিরিক্ত সময় ব্যয় না করে বেচাকেনা ও মালামালের সঠিক হিসাব রাখতে চান?
    বিক্রি করার জন্য সবচেয়ে বেশি সময় লাগে ওষুধটা বার করতে। এই সময় আপনি কোনোভাবেই কমাতে পারবেন না। কিন্তু কখনও অবস্থা এমন হয় যে আপনি শেলফ থেকে মাল বার করতে গিয়ে উপলব্ধি করেন যে সেটা যথেষ্ট পরিমাণে নাই। আমাদের অ্যাপ ব্যবহারে এই সময় অপচয় হবে না।
    যদিও অনেক চালু পণ্যের দাম আপনাদের জানা থাকে, তারপরও অনেক সময় প্যাকেট থেকে দাম দেখে খুচরা দাম বার করতে হয়। এটারও কোনো প্রয়োজন হবে না।

    সব শেষে দামগুলো আলাদা ভাবে যোগ করা, বা ডিসকাউন্ট হিসাব করার দরকার নাই। এই সকল কাজের জন্য আপনার কোনো অতিরিক্ত সময় লাগবে না।



    আর বোনাস হিসাবে আপনি পাচ্ছেন:
  • নির্ভূল হিসাব
  • মজুদ পণ্য আপডেট
  • ধার-বাকির হিসাব আপডেট
  • প্রিন্টার থাকলে, ছাপা ক্যাশ মেমো
  • দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিক্রির হিসাব
  • স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথে অর্ডার লিস্ট তৈরি

  • পুঁজি বা দোকানের আয়তন না বাড়িয়ে বেশী ধরনের পণ্য রাখতে চান?
    ক্রেতাদের শূন্য হাতে না ফেরাবার জন্য সাধারণতঃ চালু ওষুধ একটু বেশিই রাখা হয়। সময়মতো মনে করে অর্ডার না দিতে পারার আশঙ্কা কাজ করে। এই অ্যাপ ব্যবহারে সেই ভয় নাই। অর্ডার এর লেভেল সেট করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা সম্ভব। তাই আপনি নিশ্চিন্তে প্রতি পণ্য কম করে অর্ডার দিয়ে একই পুঁজিতে পণ্যের ভ্যারাইটি বাড়াতে পারবেন। শুধু তাই নয়, প্রতিটি পণ্য কম করে রাখায়, শেলফের জায়গারও সাশ্রয় হবে। আর, কম সংখ্যায় পণ্য থাকলে, মেয়াদ উত্তীর্ণ হবার সম্ভাবনাও অনেক কমে যাবে।
    প্রয়োজনে ব্যবসা সম্পূর্ণভাবে কর্মচারীর হাতে নিশ্চিন্তে ছেড়ে দিতে চান?
    যেহেতু পুরো কাজটাই অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত, আপনি দোকান চালানোর দায়িত্ব অন্যের হাতে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। চুরি, অপব্যাবহার, ভূল ভ্রান্তি আপেক্ষিকভাবে অনেক কমে যাবে। এমন কি সাময়িকভাবে অ্যাপ বন্ধ রাখলেও তা ধরা পড়বে। তাই এই অ্যাপ ব্যবহার করলে আপনি নিজের অন্যান্য জরুরি কাজে বা পরিবারকে বেশি সময় দিতে পারবেন। দায়িত্ব দিলেও আপনি কিন্তু চাইলেই দোকানের প্রতিটি কাজের ব্যাপারে অবগত থাকতে পারবেন। নিয়ন্ত্রন পুরোপুরি আপনার হাতেই থাকবে!
    ক্রেতাদের কাছ থেকে সময়মতো বাকি টাকা উদ্ধার করতে চান?
    বাকি নেওয়া ক্রেতাদের কাছ থেকে টাকা উদ্ধার করা এক বড় সমস্যা। এর সাধারণতঃ দুই কারণ - অতিরিক্ত বাকি পড়ে যাওয়া ও সময়মতো উদ্ধারের কথা না জানানো। বাকি দেওয়ার আগেই ওই ক্রেতার ঋণের অঙ্ক দেখানো হয়। তা দেখে নিয়ে আরো পণ্য ধার দেবেন কিনা নির্ধারণ করতে পারবেন। দিনের শেষে এক মিনিট সময় ব্যয় করে সকল ক্রেতাদের বাকি অঙ্ক দেখে স্বয়ংক্রিয় ভাবে তৈরি করা SMS পাঠিয়ে তাঁদের স্মরণ করিয়ে দিতে পারবেন। প্রয়োজনে এক ক্লিকে ক্রেতার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন।
    মেয়াদ উত্তীর্ণ হওয়া থেকে নিষ্কৃতি চান?
    দেখা যায় প্রতি বছর ফার্মেসির বেশ কিছু ওষুধের মেয়াদ উত্তীর্ণ হবার কারণে একটা বড় অঙ্কের ক্ষতি হয়। এর প্রধান কারণ হচ্ছে চাহিদার তুলনায় বেশি অর্ডার দেওয়া। দ্বিতীয় কারণ হিসাবে দেখা যায় কোন পণ্য কম বিক্রি হচ্ছে তার দিকে সময়মত নজর না দেওয়া। এই দুই এর সমাধান আমাদের অ্যাপ খুব সহজেই দেয়। স্বয়ংপূর্ণ ভাবে অর্ডার দেওয়ার জন্য আপনি নিশ্চিন্তে কম করে অর্ডার দিতে পারবেন আর কোন পন্য ইদানিং কম বিক্রি হচ্ছে সহজে জানার উপায় থাকায় আপনি সময়মত কিছু ব্যবস্থা নিতে পারবেন।
    আসলেই এক মিনিটের মধ্যে নির্ভূল অর্ডার দিতে চান?
    এই অ্যাপে স্বয়ংক্রিয় ভাবে অর্ডার শীট তৈরির সম্ভব। আপনার ক্রয়, বিক্রয় ঠিকভাবে এন্ট্রি দিলে, স্টকের অবস্থা বুঝে নিজে থেকেই অর্ডার শীট তৈরি হবে। মেডিক্যাল রেপ এলে শুধুমাত্র কোম্পানির নাম লিখলেই পুরো লিস্ট চলে আসবে। আপনি সেটা দেখে সহজেই বলে দিতে পারবেন, কিংবা প্রিন্টার থাকলে ছেপে দেবেন। ভূল ভ্রান্তির কোনো সুযোগ নাই!
    ক্রেতাদের আধুনিক ও উচ্চমানের সেবা দিতে চান?
    অ্যাপ ব্যবহারে ক্রেতাদের সেবার মান উন্নত হবে এবং পক্ষান্তরে আপনার দোকান সমাদৃত হবে। স্বয়ংক্রিয়করণের জন্য অনিশ্চয়তা দূর হবে এবং কাজকে উপভোগ করবেন। তাতে সেবার মান অনেক উন্নাতা হবে। আপনার দোকান চারপাশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে পরিচিত হবে। মানুষ আপনার দোকান থেকে পণ্য কিনতে আনন্দ পাবে ও গর্ববোধ করবে। পক্ষান্তরে ক্রেতা সমাগম বাড়বে।
    আর কি সুবিধা পাবেন?
    অ্যাপ ব্যবহারে আপনি অনেক ধরনের রিপোর্ট চাইলেই পাবেন। উদহারন স্বরূপ:
  • গত মাসে কত টাকার বা সংখ্যার Square এর 500 mg Paracetamol Tablet বিক্রি করেছেন?
  • গত বছর ACI এর কত টাকার ও কি কি পণ্য কিনেছিলেন?
  • কোন কোম্পানির Glimepiride বেশী বিক্রি করেছেন?
  • (যে কোনো মুহূর্তে) আপনার কত মালামাল আছে?
  • এক ওষুধের বিকল্পে অন্য কোন ওষুধ ব্যবহার করবেন?

  • আপনার ডাটা সুরক্ষিত থাকবে।
    বছরের পর বছরের হিসাব নখদর্পণে রাখতে পারবেন।
    আপনি ইচ্ছা করলে এই অ্যাপ ব্যবহার করে দেখার জন্য ডাউনলোড করতে পারবেন। বিনা পয়সায় 15 দিন চালিয়ে দেখার আপনি সুযোগ পাবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি একটু সাহস ও ধৈর্যের সঙ্গে চেষ্টা করলে এর কার্যকারিতা উপলব্ধি করতে পারবেন। আমরা চাই প্রত্যেকে এর উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্বন্ধে সচতন হয়েই এই সেবা গ্রহন করুক। এই অ্যাপ এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে বলেই প্রথমে বিক্রির কথা না বলে 15 দিন বিনামুল্যে ব্যবহারের এই প্রস্তাব।

    এই অ্যাপ চালানর জন্য যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট। ফোন ব্যবহার করার সাধারন জ্ঞান ও ফার্মেসী চালাবার অভিজ্ঞতাই যথেষ্ট। উপরে উল্লেখিত ভিডিও সমূহ দ্বারা ব্যবহার করার পদ্ধতি ধাপে ধাপে বোঝানো হয়েছে। এর পরেও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।

    ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

    মোবাইল:WhatsApp/Viber/IMO: +1 639 384 6393

    ইমেল: kamullick @ gmail . com